মোঃ আজম হিরা ১৯৬১ সালের ৩০শে জুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়হর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা- মরহুম আব্দুর রউফ, মাতা- হামিদা বানু। স্নাতক পাশ করে হাইস্কুলে দুইবছর শিক্ষকতা শেষে বাংলাদেশ রেলওয়ের চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি ট্রেন পরিচালক হিসাবে দায়িত্বরত আছেন। স্ত্রী আঞ্জুমান আরা। তিনি তিনকন্যার জনক।
তিনি মহাকবি মাইকেল মধুসুদন দত্ত স্মৃতি পুরস্কার, মাদার তেরেসা স্মৃতি পুরস্কার, নবাব সিরাজ-উদ-দৌলা স্মৃতি পুরস্কার, জননী গ্রন্থাগার স্মৃতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন।
প্রকাশিত বইসমূহ: মানুষের দেশে পরী, দরবেশ বাবার উপদেশ, প্রার্থনা ও ইসলামী গান।
প্রকাশিতব্য বইসমূহ: সাধক বুড়ী মা, আমার দেশের গান, মাকে নিয়ে গান, অদ্ভুত শিশু।