আবিদ হোসেন, জন্ম ১০ অক্টোবর, ১৯৬১ সাল। পিতা- মরহুম আবুল হোসেন। মাতা- আমিনা হোসেন। স্ত্রী- জুবাইদা গুলশান আরা হেনা। মেয়ে: আবিদা সুলতানা প্রিয়াংকা, ছেলে: গুলশান জুবায়েদ প্রি বাড়ি- ১৬৮, নলডাঙ্গা রোড, বেজপাড়া, যশোর।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এম এ পাশ করেন। পরে গ্রামীন ব্যাংক, ব্র্যাক অন্যান্য এনজিওতে প্রায় দশ বছর চাকরী জীবন কাটান। এই সময় তিনি গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলে ভূমিহীন নারী-পুরুষদের মাঝে কাজ করে উন্নয়নের বিশেষ অভিজ্ঞতা অর্জন করেন। তিনি কলেজ জীবনে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় পত্রিকায় ক্রীড়া ফিচারও লিখতেন।
শিশু কিশোরদের জন্য তিনি ২৬টি বই রচনা করেছেন। শিশুদের বইয়ের জন্য তিনি অসংখ্য ছবি এঁকেছেন।
১৯৯৮ সালের ইউনিসেফের মীনা উপকরণ টিমে থেকে তিনি মীনা বই রচনা করেন।
ক্যানসারে আক্রান্ত হয়ে ১৩ আগষ্ট ২০০৮ সালে ঢাকার ডেল্টা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।