পিতাঃ মরহুম আলহাজ্ব নঈমউদ্দিন, মাতা- জাহান আরা বেগম, গ্রাম- মুলকান্দি, পোঃ- বেলতৈল, থানা – এনায়েতপুর, উপজেলা- শাহ্জাদপুর, জেলা- সিরাজগঞ্জ। জন্ম তারিখঃ ৩১/১২/১৯৬৩ ইং
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে বি এস সি সম্মানসহ ১৯৮৫ সালে এম এস সি ডিগ্রী লাভ করেন। ২০০৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি এড করেন। তিনি ২০০৩ সালে নিজ এলাকা জালালপুর ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ১৫ জুন ২০১১ পর্যন্ত নির্বাচিত চেয়্যারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
চাকুরীঃ ২০-১১-১৯৯১ হতে অদ্যাবধি হযরত শাহ আলী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে এ অধ্যাপনায় নিয়োজিত। এছাড়াও তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকা-ে জড়িত।
শিশুদের নিয়ে লেখালেখির শুরু। ‘তেঁতুল গাঁয়ের ভুত’ তাঁর প্রথম প্রকাশিত শিশুতোষ বই। এ ছাড়াও প্রকাশের অপেক্ষায় আরো কয়েকটি শিশুতোষ বই আছে।