প্রসূন হালদার। পিতা: মৃত প্রলয় হালদার। মাতা: মুক্তা ভৌমিক। লেখক পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রথম স্থান পাওয়ার পর থেকেই চিত্রাঙ্কনের প্রতি ভালবাসার সৃষ্টি হয়েছিল তার। চিত্রাঙ্কনে জাতীয় পর্যায়ে দুইবার রৌপ পদক পেয়েছেন। তিনি অসংখ্যবার উপজেলা, জেলা, ও বিভাগীয় পর্যায় চিত্রাঙ্কনে প্রথম হয়েছে। বর্তমানে লেখক আমনউল্লাহ্ মহাবিদ্যালয়ে পড়ছেন।