Top

Rabeya Banu

PPMC / Writers / Rabeya Banu

রাবেয়া বানু

রাবেয়া বানু। শিক্ষয়িত্রী ছিলেন। পিতা- ডাঃ রমজান আলী, মাতা-আমিরোন নেছা।  তিনি সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। গ্রন্থÑবাদল দিনে ইছামতির তীরে। জীবনী গ্রন্থ- ছোটদের পীর-দরবেশ কথা। ছড়া- রাবেয়া বানুর ছড়ার সুবাস। কবিতা- দাঁড়াও পথিক। ছোটদের সবুজ পাতা, কচিকণ্ঠ, অনুপ্রাস, সৈকতে নামক জেলা ত্রৈমাসিক পত্রিকাগুলো তিনি সম্পাদনা করেছেন। পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য, শিক্ষক সমিতির প্রাক্তন সদস্য। উপজেলা পরিষদের প্রাক্তন সদস্য, রেড ক্রিসেন্টের প্রাক্তন সদস্য, মহিলা সমিতির প্রাক্তন সদস্য, নজরুল একাডেমীর ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য, জেলা শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন।