শিশুসাহিত্যিক সাহেরা খান ফরিদপুরের কৃতী সন্তান। বাবা আব্দুল মাজেদ খান আর মা আলেয়া বেগম। তিনি ১৯৮৫ সালে বোয়ালমারী কলেজ থেকে বাংলা বিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সকল পরীক্ষায় তিনি কৃতীত্বের সাক্ষর রেখেছেন। শিক্ষাজীবন থেকেই সাহেরা খানের লেখালেখি শুরু হয়। শিশুদের জন্য লিখেই তিনি আনন্দ পান।
‘ভূতের ছড়াছড়ি’-তে শুধু ভূত আর ভূত। এ বইটিতে তিনি নিছক আনন্দ দেয়ার মাধ্যমে ছোট শিশুদের বোঝাতে চেয়েছেন- ভূত বলতে কিছু নেই। বইটির তিনটি গল্প পড়েই বাচ্চাদের পাশাপাশি বড়রাও সন্তুষ্ট হবেন।