Top

Syeda Sharmin Moudud

PPMC / Writers / Syeda Sharmin Moudud

সৈয়দা শারমিন মওদুদ

সৈয়দা শারমিন মওদুদ, বাবা: সৈয়দ আবুল মওদুদ, মা: সৈয়দা নাজমুন নাহার,  স্বামী: মো: কামরুজ্জামান। গ্রাম: গৌরীপুর, থানা: ফুলবাড়ি, জেলা: দিনাজপুর।  বাবা-মার দ্বিতীয় সন্তান। পেশায় তার স্বামী এবং তিনি দু’জনই কম্পিউটার প্রকৌশলী। স্বভাবে চুপচাপ, শান্তশিষ্ট, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে সদা তৎপর। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ তার। লেখালেখি, নাচ, গান, ছবি আঁকা আর পড়াশুনা এই নিয়ে কেটে গেছে তার পুরো ছেলেবেলা। প্রথম আলো আয়োজিত রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘রবীন্দ্রফোরাম’ ২০০৯ এ প্রথম স্থান এবং ২০১০ এ চ্যাম্পিয়ন পুরষ্কার অর্জন করেন। এসবের পাশাপাশি ২০০৮ সালে সুযোগ হয় একটি স্বনামধন্য প্রকাশনা কর্তৃক আয়োজিত কবিতা প্রতিযোগিতায় অংশ নেয়ার। সখের বশেই অংশ নেয়া এবং সল্প সময়ের জন্য কিছুটা মুখ পরিচিতি। হোস্টেল জীবন, পড়াশুনার ব্যস্ততা সব মিলিয়ে নিয়মিত লেখালেখি হয়ে উঠতো না কিন্তু লেখা তার বন্ধ ছিলো না কখনোই। কবিতার পাশাপাশি ছোট গল্প, নাটক, উপন্যাসও লেখেন তিনি। লেখালেখি নিয়ে মনের গভীরে কিছু স্বপ্ন লালিত ছিলো ছোট থেকেই। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই অনেক কাজের ভীড় ঠেলে ‘মহালগ্ন’ এর সৃষ্টি। পরিবার, বন্ধু মহল, শুভাকাংখী এবং সকল কবিতা প্রেমী পাঠকদের উদ্দেশ্যেই ২০১৩ বইমেলাতে বইটি প্রকাশ করার এই ছোট্ট প্রচেষ্টা। আশা করি সকলের ভালো লাগবে। পাঠকদের দোয়া আর সহযোগিতাই হবে আগামীর প্রেরণা ও চালিকাশক্তি।